বদরুল আলম (যুক্তরাজ্য) : মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি, ফুল শুকিয়া যায় রেখে যায় প্রীতি। তেমনি একজন গুনিজন চলে গেছেন কিন্ত রেখে যান অজস্র স্মৃতি ও ভাল কর্মের স্বীকৃতি। মরহুম এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু অত্যন্ত আস্থাভাজন রাজনীতিবিদ, টানা তিনবারের নির্বাচিত গোলাপগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন অবস্থায় গত সপ্তাহে ইন্তেকাল করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বার্মিংহামে গোলাপগঞ্জ সমাজ কল্যান সমিতি মিডল্যান্ডসের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্টিত হয়।
সমিতির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটু আহমেদ জুম্মা’র পরিচালনায় দোয়া ও শোক সভায় বার্মিংহামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন- অনুষ্টানের প্রধান অতিথি বার্মিংহাম হাইকমিশনের ফার্স্ট অফিসার নাজমুস সাকিব, কমিউনিটির অতি পরিচিত প্রবীন মুরব্বী আজির উদ্দিন ও হিফজুর রহমান খান।
দোয়া দোয়া ও শোক সভায় আরো উপস্থিত ছিলেন- বার্মিংহাম সিটি কাউন্সিলর সাদেক মিয়া সামছু, কামাল আহমেদ, মোস্তফা কামাল বাবলু, আব্দুল কাদির আবুল, নুরুল ইসলাম কিসলু, বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক ও বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদ, দেশ-বিদেশ পত্রিকার প্রধান সম্পাদক বদরুল আলম, চ্যানেল এস’র বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান, এনটিভি ইউরোপের বুর্যাে প্রধান ফারসু আহমেদ চৌধুরী, আইওন টিভির উবায়দুল কবির খোকন, বাংলা ভয়েসের সাব এডিটর জিয়া তালুকদার, চ্যানেল আই বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, এটিএন বাংলার জয়নাল ইসলাম, দেশ পত্রিকার প্রতিনিধি রাজু আহমেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ। পরিশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আহমেদ আলী।