দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নবম স্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি এক সময়ের মহাপরাক্রমশালী উইন্ডিজ। যে কারণে তাদের বাছাইপর্ব খেলতে হবে। আগামী জুনে জিম্বাবুয়েতে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। এর আগে আরব আমিরাতের মাটিতে একটি প্রস্তুতি সিরিজ খেলবে উইন্ডিজ। এই দুই উপলক্ষ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
প্রায় এক বছর পর উইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছন কিমো পল ও গুডাকেশ মোটি। দুজনকেই বিশ্বকাপ বাছাই এবং আমিরাতের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়েছে। পেস বোলিং অলরাউন্ডার কিমো পল ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে। বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিরও সেটাই শেষ সিরিজ ছিল। দুজনেই চোটে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন। দুটি দলেরই নেতৃত্ব দেবেন শাই হোপ। আমিরাত সিরিজের দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান অ্যালিক অ্যাথানেজ, অলরাউন্ডার ক্যাভাম হজ, আকিম জর্ডান ও ডমিনিক ড্রেকস। বাদ পড়েছেন শিমরন হেটমায়ার। এছাড়া বাছাইপর্বের জন্য ঘোষিত দলের অন্তত ৭ জন ক্রিকেটার খেলছেন আইপিএলে।
বিশ্বকাপ বাছাইয়ের ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড।
আরব আমিরাত সফরের ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, শামার ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেইস, ডমিনিক ড্রেকস, ক্যাভাম হজ, আকিম জর্ডান, গুডাকেশ মোটি, কিমো পল, রেমন রিফার, ওডিন স্মিথ, ডেভন থমাস।