দেশ-বিদেশি নিউজ ডেস্ক : জার্মানির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি তৈরির কারখানায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ টুইটারে টুইট করে জানায়,‘বন্দুক হামলায় ১ জন মারা গেছে এবং ১ জন গুরুতর আহত হয়েছে। কারখানর বাকি কর্মচারীরা নিরাপদে আছে।’
জার্মানির বিল্ড সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কর্মীদের ৫৬-সিন্ডেলফিঙ্গেনের কারখানা থেকে উদ্ধার করা হয়। যেখানে এস-ক্লাস গাড়ির মডেলগুলোকে একত্রিত করা হয়। স্টুটগার্টের প্রসিকিউটরের একজন মুখপাত্র বলেছেন, ‘আজ সকালে সিন্ডেলফিঙ্গেনের কারখানা চত্বরে বন্দুক হয়। এতে দুই জন আহত হয়েছে, যাদের মধ্যে একজন মারা গেছে।’
তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন, ঘটনাটি একজন অপরাধীরই ঘটিয়েছে এবং এতে কারখানার বাইরের কোনো ব্যক্তি জড়িত ছিল না। তবে এই ঘটনায় মার্সিডিজ বেঞ্জ বিস্তারিতভাবে কিছু জানায়নি। শুধু ঘটনা নিশ্চিত করে বলেছে, প্ল্যান্টে ঘটনাটি ঘটেছে এবং বিষয়টি কর্তৃপক্ষ জানে।প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি পরিষ্কার করার চেষ্টা করছি। কর্মীদের নিরাপত্তা সবার আগে।’এর আগে ২০১২ সালে পশ্চিম জার্মান শহর হিলডেনে প্রযুক্তি সংস্থা ৩এম-এর একটি কারখানার সাইটে গুলির ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছিল।