দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ব্রিটিশ পুলিশ রাজতন্ত্রবিরোধী গোষ্ঠী রিপাবলিকের নেতা গ্রাহাম স্মিথ এবং আরো কয়েকজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাজা চার্লসের রাজ্যাভিষেকের আগে ‘একটি গুরুত্বপূর্ণ পুলিশ অভিযানের’ অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের রাজ্যাভিষেকের জন্য রাজকীয় শোভাযাত্রা ও সামরিক কুচকাওয়াজ উপলক্ষে কয়েক হাজার লোক জড়ো হয়। এটি ব্রিটিশ রাজধানীতে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় আনুষ্ঠানিক আয়োজন।
লন্ডনের পুলিশ প্রধান মার্ক রাউলি শুক্রবার সতর্ক করেছিলেন, ‘বিঘ্ন ঘটলে খুব কম সহনশীলতা’ দেখানো হবে। সেন্ট্রাল লন্ডনে ১১ হাজারেরও বেশি পুলিশ সদস্য টহল দিচ্ছে বলে জানান তিনি। পুলিশ স্মিথের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি। তবে টুইটারে বলেছে, তারা জনসাধারণের বিরুদ্ধে উপদ্রব সৃষ্টির সন্দেহে চারজন এবং অপরাধমূলক ক্ষতি করা হতে পারে সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। এদিকে রিপাবলিক বলেছে, তাদের পাঁচজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে এবং শত শত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।
টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, স্মিথ মাটিতে বসে আছেন এবং তাকে একদল পুলিশ কর্মকর্তা ঘিরে রেখেছেন। ট্রাফালগার স্কয়ারের কাছে ঘটনাস্থলের একজন কর্মকর্তা বলেছেন, তিনজন প্রজাতন্ত্রী বিক্ষোভকারীকে রং বহন করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্সের একজন ফটোগ্রাফার জানিয়েছেন, জাস্ট স্টপ অয়েল পরিবেশবাদী গ্রুপের বেশ কয়েকজন বিক্ষোভকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। রাউলি বলেছিলেন, বিক্ষোভকারীরা উল্লেখযোগ্যসংখ্যক লোকের ‘আনন্দ ও উদযাপনে বাধা দেওয়ার’ চেষ্টা করলে পুলিশ ব্যবস্থা নেবে।