1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ছুরিকাঘাতের অভিযোগে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা - DeshBideshNews
November 28, 2024, 2:34 am
 

ছুরিকাঘাতের অভিযোগে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা

  • Update Time : Thursday, May 4, 2023
  • 88 Time View
ছুরিকাঘাতের অভিযোগে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনী ওই নারীর বিরুদ্ধে এক সেনাকে ‘ছুরিকাঘাত’ করার অভিযোগ করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৬ বছর বয়সী ইমান ওদেহ ‘নাবলুসের দক্ষিণে হুওয়ারায় দখলদার সৈন্যদের ছোড়া বুলেটের আঘাতে নিহত হয়েছেন।’ ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, একজন আততায়ী একজন সেনাকে ছুরিকাঘাত করেছে। তিনি ‘সামান্য আহত’ হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়াও হামলাকারীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

ফেব্রুয়ারিতে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী হুওয়ারায় তাণ্ডব চালিয়েছে। সেখানে ৩৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছিল এবং দুই বসতি স্থাপনকারীর হত্যার প্রতিশোধ নিতে কয়েক ডজন বাড়ি ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের এই সহিংসতা নাবলুসে একটি ইসরায়েলি অভিযানের কয়েক ঘণ্টা পর ঘটে। ওই অভিযানে নিরাপত্তা বাহিনী গত মাসে পশ্চিম তীরে একজন ব্রিটিশ-ইসরায়েলি নারী ও তার দুই মেয়েকে হত্যার জন্য দায়ী করা তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

সর্বশেষ মৃত্যুসহ চলতি বছর এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। উভয় পক্ষের সরকারি সূত্রের ভিত্তিতে এএফপির গণনা অনুসারে, একই সময়ের মধ্যে ১৯ জন ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। এই পরিসংখ্যানগুলোর মধ্যে যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলের পক্ষ থেকে আরব সংখ্যালঘুদের তিন সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ