নিজস্ব প্রতিবেদক : সারাদেশের বাজারে সয়াবিন তেলের সংকটের সময়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তিনটি জাহাজ। এই তিন জাহাজে আছে ৭৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। আমদানিকারক কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে- এই অপরিশোধিত সয়াবিন তেল পরিশোধন করে রোজায় বাজারজাত করবে তারা।
সয়াবিন ছাড়াও পাঁচ জাহাজে রোজার পণ্য ছোলা, মটর ডাল, মসুর ডাল, চিনি আনা হয়েছে প্রায় ১ লাখ ৯৫ হাজার টন। এ ছাড়া রোজায় ব্যবহার বেশি না হলেও তিনটি জাহাজে করে গম আনা হয়েছে ১ লাখ ৪২ হাজার টন। সব মিলিয়ে ১৩ জাহাজে ৪ লাখ ৮২ হাজার টন রোজার পণ্য এসেছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে- প্রায় ৩২ হাজার টন অপরিশোধিত সয়াবিন নিয়ে বন্দর জলসীমায় এসে পৌঁছেছে দুটি জাহাজ। আগামী শনিবার আরও ৪৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে আরেকটি জাহাজ আসার কথা রয়েছে। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, টিকে গ্রুপ ও সেনা এডিবল অয়েল লিমিটেড এই সয়াবিন তেল আমদানি করেছে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে পাম তেল এসেছে ১২ হাজার টন। আরেকটি জাহাজে আনা হয়েছে প্রায় ৫৭ হাজার টন সয়াবীজ। সয়াবীজ মাড়াই করে প্রাণিখাদ্য সয়ামিলের পাশাপাশি অপরিশোধিত সয়াবিন তেল তৈরি করা হয়।
আমদানিকারকেরা জানান- প্রায় কাছাকাছি সময়ে সয়াবিন তেলবাহী তিনটি জাহাজের আগমন দেশে এই পণ্যের সংকট হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, তা ঘোচাবে। এই তিন জাহাজে সয়াবিন তেল আসার আগে ট্যাংক টার্মিনালে সয়াবিন তেলের মজুত ছিল মাত্র ১৪ হাজার টন। নতুন চালান আসায় শঙ্কা কাটছে। এখন জাহাজ থেকে খালাস করে প্রথমে পতেঙ্গায় ট্যাংক টার্মিনালগুলোতে রাখা হবে। এরপর সেখান থেকে শুল্ককর পরিশোধ করে পরিশোধন কারখানায় নেওয়া হবে। পরিশোধন করে বাজারজাতকরণের প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলে তাঁরা জানান।