1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
নিউইয়র্কে গোপন ‘চীনা থানা’, প্রেপ্তার ২ - DeshBideshNews
November 28, 2024, 8:43 am
 

নিউইয়র্কে গোপন ‘চীনা থানা’, প্রেপ্তার ২

  • Update Time : Tuesday, April 18, 2023
  • 87 Time View
নিউইয়র্কে গোপন ‘চীনা থানা’, প্রেপ্তার ২

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নিউ ইয়র্কে গোপন চীনা থানার সন্ধান পাওয়া গেছে। এই থানাটি ছিল ম্যানহাটনে, চীনা-অধ্যুষিত এলাকায়। সম্প্রতি তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা চীনের সরকারের সঙ্গে যোগসাজশ করে চক্রান্ত করেছে এবং চীনের এজেন্ট হিসাবে কাজ করে আসছিলেন। এই অভিযোগে এর সঙ্গে জড়িতদের এবার আদালতে দাঁড়াতে হবে।

যুকতারাষ্ট্রের ব্রুকলিনের প্রসিকিউটার জানিয়েছেন, ‘নিউ ইয়র্ক শহরে বসে চীন সরকার গোপনে পুলিশ থানা চালাচ্ছে। এটা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। আমাদের এই শহরে কোনো গোপন থানা চাই না।’

ওই প্রসিকিউটার আরো বলেছেন, ‘গ্রেপ্তার হওয়া একজন চীনার বিরুদ্ধে অভিযোগ চীন থেকে পলাতক একজনকে ভয় দেখিয়ে, অত্যাচার করে আবার সেখানে পাঠাবার চেষ্টা করছিল। চীন সরকার ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় একজনকে চিহ্নিত করার নির্দেশও তাদের দেয়। ওই ব্যক্তি গণতন্ত্রপন্থি বলে মনে করে চীন।’

জেরার মুখে দুইজনই স্বীকার করেছে যে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে জানতে পেরে, তারা চীন সরকারের ওই বার্তা মুছে দেয়। এ ছাড়াও ৩৪ জন চীনা নিরাপত্তা কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তারা যুক্তরাষ্ট্রে থাকা চীনের সরকার-বিরোধীদের খুঁজে বের করে তাদের নানাভাবে চাপ দিত। এদিকে এফবিআই প্রধান জানিয়েছেন, তারা এই গোপন নজরদারি কেন্দ্র নিয়ে রীতিমতো চিন্তিত।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ