1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সয়াবিন তেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমানো হবে : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি - DeshBideshNews
November 24, 2024, 5:56 pm
 

সয়াবিন তেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমানো হবে : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

  • Update Time : Monday, March 14, 2022
  • 276 Time View

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন সয়াবিন তেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমানো হবে। একইসঙ্গে তেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে।

আজ সোমবার (১৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বভোক্তা অধিকার দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বাণিজ্য মন্ত্রী বলেন- আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট কমাতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। সেটা যদি হয় তাহলে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল আমদানি করা হয়। সেখান থেকে ১০ শতাংশ কমানো হলে ভ্যাট ৫ শতাংশ হচ্ছে। উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে এবং ভোক্তা পর্যায়েও ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে।

মন্ত্রী আরো বলেন- আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা বাংলাদেশের নেই। ভোজ্যতেলের দাম কমবে কিনা এটা একমাত্র ব্রাজিল বলতে পারবে, কারণ ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি। তবে যুদ্ধ পরিস্থিতি ভালো হলে অনেক পণ্যের দাম কমে যাবে।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান সহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ