নিজস্ব প্রতিনিধি : ভোলা’র স্টেডিয়াম সড়কে ইউফুফ মহলের নিচতলার তিনটি কক্ষ থেকে আজ রোববার সন্ধ্যায় ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এ সময় ওই কক্ষ তিনটি সিলগালা করা হয়।
কৃষি বিপণন ও ট্রেড লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় ইউনিকন ডিস্ট্রিবিউটার লিমিটেডের ম্যানেজার রাসেদুল আমনকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান- আবাসিক বাড়িতে তেল মজুদ করার খবরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দকত তেলের মধ্যে ছিল রূপচাঁদা, ভিওলা, রাইস ব্রান, মিজান, সান ফ্লাওয়ার, ফরচুন সরিষাসহ বিভিন্ন কোম্পানির নামের ব্র্যান্ড।
এ দিকে সাধারন মানষরা বলছেন- ভোলা’র বিভিন্ন বাজারে সয়াবিন তেলের লিটার প্রতি বিক্রি হচ্ছ ২২০ টাকা দরে।