নিজস্ব প্রতিনিধি : মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে ঢাকা’র দোহারে সড়ক অবরোধ করেছে।
আজ রোববার সকালে কলেজের বাইরে শিক্ষার্থীরা অধ্যক্ষ অজয় কুমার রায় ও প্রতিষ্ঠানের সভাপতি মাহবুবুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
স্কুলে মানসম্মত শহিদ মিনার নির্মাণ ও মূল ফটকের সামনে শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় তারা বেতন রশিদ লোপাট, শিক্ষার্থী উন্নয়নের অর্থ আত্মসাৎ ও খারাপ আচরণের অভিযোগ আনেন পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।
স্কুলের একজন শিক্ষার্থী বলেন- সম্প্রতি মেয়েদের বাথরুমে ঢুকে কিছু বখাটে ছেলে ভাঙচুর করে। অভিযুক্তদের আটকের পরও তাদের বিচার না করে পরিচালনা পর্ষদ মীমাংসা করে দেয়।
দোহার থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান- সকাল সাড়ে ১০ টায় কলেজের বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে। পরেতারা সড়ক অবরোধ তুলে নেন।