দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় পৃথকভাবে উল্লেখ করা হলো দুই নিপীড়িত মুসলিম জনগোষ্ঠী- চীনের ইউঘুর এবং মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের কথা।
প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ইসলামিক পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সারা দেশ এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি এবং জিল আমাদের শুভকামনা জানাই। পবিত্র এই মাসটি রোজা, নিজেকে নতুন করে গড়ার, দাতব্য কাজ, ইবাদত এবং সমৃদ্ধির সময়।’
হোয়াইট হাউস থেকে প্রকাশিত বাইডেনের বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের শিনজিয়াংয়ে বসবাসকারী উইঘুর, বার্মার (মিয়ানমার) রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন, যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার নাগরিক এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও সহমর্মিতা জানান তিনি।
তিনি বলেন, আমরা তুরস্ক এবং সিরিয়ার জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। একই সঙ্গে পাকিস্তানের জনগণের পাশেও আমরা থাকব। বাইডেন আরো বলেন, ‘রমজান পালনকারী আমার সহকর্মী আমেরিকান এবং সারা বিশ্বের মুসলমানদের সবাইকে রমজান করিম। আমরা আপনাদের এই পবিত্র মাসের সাফল্য এবং শান্তিপূর্ণ রমজান কামনা করি।’