দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দল এবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আগামীকাল (শনিবার) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুক্রবার উন্মোচন করা হলো সেই সিরিজের ট্রফি।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি এই ট্রফি উন্মোচন করেন। সিরিজটি সামনে রেখে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দুদলই। অনুশীলন শেষে দুপুর ১টার দিকে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেন সাকিব-তামিমরা।
উল্লেখ্য, আগামী ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার বাকি দুই ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে – ২৭, ২৯ ও ৩১ মার্চ।