1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইরান বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা - DeshBideshNews
November 27, 2024, 9:39 pm
 

ইরান বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা

  • Update Time : Monday, March 13, 2023
  • 82 Time View
ইরান বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ দেশটির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা করেছে। বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি ইজেই সোমবার এ কথা বলেছেন। সরকারি সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম গত মাসের প্রথম দিকে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানে ভিন্নমতের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের সময় বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ ‘হাজার হাজার’ বন্দিকে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি ক্ষমা করেছেন। এবার বিচার বিভাগের প্রধান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে, যার মধ্যে বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার লোক রয়েছে।’

তবে কোন মেয়াদে তাদের ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা কখন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা মোহসেনি উল্লেখ করেননি।
গত সেপ্টেম্বরে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে এক ইরানি কুর্দি তরুণীর মৃত্যুর পর থেকে ইরান বিক্ষোভে ভেসেছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রের জন্য এই বিক্ষোভ সবচেয়ে সাহসী চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে সর্বস্তরের ইরানিরা অংশ নিয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ