1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বাখমুতে রাশিয়া-ইউক্রেনের প্রবল সংঘর্ষ - DeshBideshNews
November 27, 2024, 9:35 pm
 

বাখমুতে রাশিয়া-ইউক্রেনের প্রবল সংঘর্ষ

  • Update Time : Monday, March 13, 2023
  • 74 Time View
বাখমুতে রাশিয়া-ইউক্রেনের প্রবল সংঘর্ষ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বর্তমানে ইউক্রেন যুদ্ধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে দনিয়েৎস্ক অঞ্চলের পূর্বের বাখমুত শহর। সেই শহরের নিয়ন্ত্রণ পেতে রাশিয়া যেন যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত। অথচ প্রতিদিন অবিরাম হামলা চালিয়েও কিছুতেই গোটা শহরের ওপর কবজা করতে পারছে না রুশ সৈন্যরা। দুই পক্ষই বিশাল সংখ্যক শত্রুদের প্রাণহানির দাবি করছে। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি যাচাই করার কোনো সুযোগ না থাকায় হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো নিরপেক্ষ চিত্র পাওয়া যাচ্ছে না।

রবিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, গত কয়েক দিনে তার সেনাবাহিনীর হামলায় এক হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে। ৬ মার্চ থেকে সব মিলিয়ে প্রায় দেড় হাজার রুশ সৈন্যের প্রাণহানির দাবি করেন তিনি। সে সঙ্গে রাশিয়ার সামরিক সরঞ্জাম ও কমপক্ষে দশটি গোলাবারুদের গুদামও ধ্বংস করা হয়েছে বলে জেলেনস্কি জানান।

অন্যদিকে রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ বাহিনীর অক্রমণে ২৪ ঘণ্টায় ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। এ ছাড়াও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী, ওয়াগনার ভাড়াটে বাহিনীর সৈন্যরা বাখমুত শহরের পূর্বাংশের ওপর নিয়ন্ত্রণ কায়েম করেছে। বাহিনীর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন রবিবার বলেন, বাখমুতের পরিস্থিতি অত্যন্ত কঠিন। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে জোরালো সংঘর্ষ ঘটছে। ইউক্রেনের সেনাবাহিনী অসংখ্য সৈন্য কাজে লাগালেও তার বাহিনী আরো অগ্রসর হতে পারবে বলে প্রিগোজিন নিশ্চিত।

এ ছাড়াও গত কয়েক দিন ধরে ওয়াগনার প্রধান প্রকাশ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সহযোগিতার অভাবের অভিযোগ করার পর রবিবার তিনি সুর নরম করে বলেছেন, অবশেষে মস্কো থেকে গোলাবারুদ আসতে শুরু করেছে। বাখমুত দখল করে ভাগনার বাহিনীর সদস্য সংখ্যা আরো বাড়ানোর অঙ্গীকার করেন প্রিগোজিন।

এদিকে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিমা বিশ্ব থেকে ব্যাটেল ট্যাংক ও অন্যান্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও যথেষ্ট গোলাবারুদ পেলে ইউক্রেন সম্ভবত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে হারানো জমি পুনর্দখল করতে নতুন অভিযান শুরু করবে। ইউক্রেনের সৈন্যরা লেপার্ড-২-এর মতো ট্যাংক চালানো ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ নিচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জার্মানির উদ্দেশ্যে গোলাবারুদের সরবরাহের গতি বাড়ানোর ডাক দিয়েছেন। সে সঙ্গে ইউক্রেনের পাইলটদের যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ শুরুর আহ্বান জানিয়েছেন তিনি। এখনই পশ্চিমা বিশ্ব থেকে এমন বিমান সরবরাহের প্রত্যাশা না করলেও সেই সিদ্ধান্ত নেওয়া হলে পাইলটদের প্রস্তুত রাখতে চান তিনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলের দখল নিয়ে রাশিয়ার সঙ্গে সংঘাত আরো বাড়ার আশঙ্কা সত্ত্বেও যুদ্ধ বন্ধ করতে কোনো এক সময়ে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা হবে বলে মনে করছেন জার্মানির এক সাবেক অভিজ্ঞ কূটনীতিক। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাবেক প্রধান ভল্ফগাং ইশিঙার বলেন, আজকের প্রেক্ষাপটে ইউক্রেনের পক্ষে হার মেনে রাশিয়ার সঙ্গে আলোচনার প্রশ্ন না উঠলেও ভবিষ্যতে এমন পরিস্থিতি দেখা দিতে পারে। তিনি তাই এখন থেকে এমন সংলাপের কাঠামো প্রস্তুত করার পক্ষে যুক্তি দিয়েছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ