দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গ্রিসের উত্তরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জানিয়েছেন, মর্মান্তিক এ ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী মানবীয় ত্রুটি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ৩৫০ জন যাত্রী নিয়ে যাওয়া একটি ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের এই সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির প্রথম দুটি বগিতে আগুন ধরে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর লারিসায় এই দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা সেখানে সারা রাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছেন। উদ্ধারকার্য এখনো চলছে বলে জানা যায়।
মর্মান্তিক এ দুর্ঘটনার দায় স্বীকার করে দেশের পরিবহনমন্ত্রী পদত্যাগ করেছেন। সিগন্যালিংয়ের দায়িত্বে থাকা স্টেশন মাস্টারের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় স্টেশন মাস্টার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন এবং সম্ভাব্য প্রযুক্তিগত ব্যর্থতাকে দায়ী করেছেন।
অন্যদিকে ট্রেড ইউনিয়ন জানায়, এ দুর্ঘটনার পেছনে পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের ত্রুটি, প্রয়োজনীয় কর্মীর অভাব, ত্রুটিপূর্ণ সিগন্যাল এবং অত্যাধুনিক প্রযুক্তির অভাব ইত্যাদি বিষয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ছাড়া দুটি ট্রেন কেন একই লাইনে চলছিল তা এখনো স্পষ্ট জানা যায়নি। মিটসোটাকিস বলেছেন, এ ঘটনার পেছনে অভিযুক্তদের কাছ থেকে জবাবদিহি চাওয়া হবে এবং ক্ষতিগ্রস্তরা রাষ্ট্র থেকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন।