দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ১১ ফেব্রুয়ারি কাজাখস্তানের এশিয়ান ইনডোরের সোনা জিতে লন্ডনে যাননি ইমরানুর। ১৫ ফেব্রুয়ারি কাজাখস্তান থেকে সরাসরি বাংলাদেশে চলে আসেন ইংল্যান্ডপ্রবাসী অ্যাথলেট। দেশে ফেরার পর প্রথমে অ্যাথলেটিকস ফেডারেশন তাঁকে সংবর্ধনা দেয়। পাশাপাশি তাঁকে ১০ লাখ টাকা অর্থ পুরস্কারও দিয়েছে ফেডারেশন।
সেদিন তাঁকে আরও ৫ লাখ টাকা দিয়েছিল এনআরবিসি ব্যাংক। এবার সবকিছুকে ছাড়িয়ে তিনি পেলেন প্রধানমন্ত্রীর আশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমরানুর রহমানকে বলেছেন, সকল কিছুতে তাকে সব ধরনের সহযোগিতা করবেন।
এ বিষয়ে স্বর্ণপদক জয়ী ইমরানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার পদকটা হাত দিয়ে ছুঁয়ে দেখছিলেন, সেই মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল! তিনি বলছিলেন, “ওয়েল ডান।” আমি এশিয়ান ইনডোরে সোনা জেতায় প্রশংসা করেছেন। তিনি খুশি হয়েছেন এবং বলেছেন, আমাকে সব রকমের সহযোগিতা করবেন। এটা আমার জন্য সত্যি গর্বের মুহূর্ত।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি কাজাকিস্তানে অনুষ্ঠিত দশম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণ করে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন করার মাধ্যমে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন ইমরানুর রহমান।