দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেছেন, ইউক্রেনের এখন এই যুদ্ধবিমানের প্রয়োজন নেই।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি এবং অন্যান্য ইউক্রেনীয় কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলিতে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের জন্য প্রকাশ্য লবিং ও প্রচারণা চালিয়েছেন। তাদের দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে রক্ষা করার জন্য তাদের জরুরি ভিত্তিতে এই যুদ্ধবিমানগুলো প্রয়োজন। এবিসি নিউজের ডেভিড মুইরকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ‘দেখুন, আমাদের অভিজ্ঞ সামরিক বাহিনী যেটি প্রয়োজন মনে করছি আমরা সেগুলো তাকে পাঠাচ্ছি।
তার ট্যাঙ্ক দরকার, তার আর্টিলারি দরকার, তার আরও একটি ‘হিমরাস’সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। তার এখন যা দরকার তা এই বসন্ত ও গ্রীষ্মে বিজয় অর্জনে সক্ষম হওয়ার জন্য আমরা তাকে পাঠাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিমান সরবরাহ করার জন্য জেলেনস্কির চাপ দেওয়ার বিষয়ে বাইডেন বলেছেন, ‘আমাদের সেনাবাহিনীর মতে এখন এফ-১৬ সরবরাহ করার কোনও যুক্তি নেই। তাই আমি আপাতত এটি বাতিল করছি।’