1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাজপথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, উত্তাল শ্রীলংকা - DeshBideshNews
November 27, 2024, 10:42 am
 

রাজপথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, উত্তাল শ্রীলংকা

  • Update Time : Wednesday, August 31, 2022
  • 127 Time View
রাজপথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, উত্তাল শ্রীলংকা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অর্থনৈতিক সংকট মোকাবিলা ও আটক হওয়া আন্দোলনকারী নেতাদের মুক্তির দাবিতে আবারও উত্তাল শ্রীলংকার রাজধানী কলম্বো। এবার আন্দোলনে নেমেছেন সাধারন মানুষের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে কলম্বোর রাজপথে বিক্ষোভ শুরু করেছেন তারা। মঙ্গলবার বিক্ষোভ শুরুর পর পুলিশি বাধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে পদত্যাগে বাধ্য করার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, যাদের আটক করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক। একই সঙ্গে রাজনৈতিক সংস্কারও চায় শ্রীলংকার মানুষ। বর্তমান সরকার চলমান সমস্যা সমাধানের পথ খোঁজার পরিবর্তে আন্দোলনকারীদের প্রতি কঠোর আচরণ করছে। আমরা চাই সরকারের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হোক। দেশের মানুষের বেঁচে থাকার পথ খোলা নেই। সরকারের এসব সঙ্কট সমাধানে কাজ করা উচিত।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ