দেশ-বিদেশ নিউজ ডেস্ক : প্রাণি থেকে উদ্ভূত একটি নতুন ভাইরাস শনাক্ত করছেন বিজ্ঞানীরা। পূর্ব চীনে ওই ভাইরাসে ইতোমধ্যে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। বিবিসি এ প্রতিবেদনে তথ্য জানিয়েছে। শানডং ও হেনান প্রদেশে ৩৫ জন রোগীর মধ্যে ল্যাংয়া হেনিপাভাইরাস (লে ভি) নামের ভাইরাসটি পাওয়া গেছে। আক্রান্তদের অনেকেরই জ্বর, অবসাদ ও কাশির মতো উপসর্গ ছিল। লে ভি ভাইরাসটি মানুষের মধ্যে সংক্রমণ করতে পারে এমন কোন প্রমাণ এর আগে পাওয়া যায়নি। গবেষকরা ইঁদুরের মতো ছোট প্রাণি শ্রুতে এর মধ্যে ভাইরাসটি প্রথম শনাক্ত করেন।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে লেখা একটি চিঠিতে চীন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার গবেষকরা এই আবিষ্কারের কথা প্রকাশ করেছেন।
গবেষকদের অন্যতম সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের ওয়াং লিনফ চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে বলেছেন, এখনও পর্যন্ত পাওয়া লে ভি এর ঘটনাগুলো মারাত্মক বা খুব গুরুতর নয়, তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই।
তিনি জানিয়েছেন, এখনও সতর্ক হওয়া দরকার। কারণ প্রকৃতিতে বিদ্যমান অনেক ভাইরাস যখন মানুষকে সংক্রামিত করে তখন অপ্রত্যাশিত ফলাফল পাওয়া যায়।