দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৯ মার্চ এ পরীক্ষা হওয়ার কথা ছিল। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচনের কারণে পরীক্ষা পেছানো হয়েছে বলে পিএসসি থেকে জানা গেছে।
তবে পরীক্ষা পেছানো হলেও দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সভায়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার ১৪০ জন ক্যাডার নেওয়া হবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। সকাল ১০টায় শুরু হবে, শেষ হবে দুপুর ১২টায়।