দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন।
সোমবার (১৪ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করে।
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা গত জুলাইয়ে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জনের মাঝে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৮৬৫ জন। পরীক্ষার্থীরা তাদের নিবন্ধন পরীক্ষার রোল ও ব্যাচ নম্বর ব্যবহার করে এর ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীরা টেলিটক সিমের মাধ্যমে জানতে পারবেন।