দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বলেছেন, সাবেক সেনাপ্রধান তাকে হত্যা করতে চেয়েছিলেন এবং দেশে জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান লাহোরে বেসরকারি বোল নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন।
এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকেই ৭০ বছর বয়সী ইমরান খান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। গত বছরের শেষ দিকে লাহোর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ওয়াজিরাবাদ এলাকায় লংমার্চের সময় দুই বন্দুকধারী ইমরান এবং অন্যদের লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হন।
সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, জেনারেল বাজওয়া অবসর নেওয়ার কারণে তাকে অনেকে তাকে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ করতে বলছেন। কিন্তু জেনারেল বাজওয়া যে অপরাধগুলি করেছিলেন তা ধামাচাপা দিতে পারেননি। তিনি বলেন, ‘জেনারেল বাজওয়া আমাকে মৃত চেয়েছিলেন।’