দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশের ক্রিকেটের ধ্রুবতারা সাকিব আল হাসানকে তার এতটাই পছন্দ যে নিজের নাম রেখে দিয়েছে সাকিব আল হাসান। মনেপ্রাণে খুদে এই সাকিবভক্ত বিশ্বাস করে, একদিন আমিও হবো সাকিব আল হাসান। ইন্টারনেটের বিপুল প্রসারের যুগে সাকিবও চিনে ফেলেন সেই ভক্তকে। অবশেষে আজ দেখা হয়ে যায় দুই ‘সাকিবের।’ খুদে ভক্তের আসল নাম নাঈম শেখ। মিরপুরেই তার বাসা। সারাদিন কাটে মিরপুর হোম অব ক্রিকেটের গেটের আশেপাশে। আজ স্টেডিয়ামের গেটে সাকিবের গাড়ি দেখতেই সামনে দাঁড়িয়ে যায়।
লুকিং গ্লাস খুলে সাকিব সেই ছেলেকে কাছে ডেকে নেন। পরিচয় জানার পর তাকে নিয়ে সাকিব স্টেডিয়ামে প্রবেশ করেন। জানা যায়, সাকিব তার নাম জিজ্ঞেস করার পর নাঈম শেখ উত্তর দেয়, ‘সাকিব আল হাসান।’
পরে তাকে সঙ্গে নিয়েই ইনডোরের নেটে অনুশীলনে নামেন সাকিব। নিজে ব্যাটিং অনুশীলন করার সময় এক ওভার বল করান নাঈমকে দিয়ে। যা আলতো ব্যাটে ঠেকান সাকিব। এতেই ভক্তের মনে চাপা আনন্দ প্রকাশ পেল। এরপর তার আবদার জানতে চাইলেন সাকিব। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের কাছে জুতা ও জার্সি চায় ছোট্ট নাঈম।
জাতীয় দলের ম্যাসাজম্যান সোহেল হোসেনকে শিশুর সঙ্গে করে দোকানে পাঠান সাকিব। তবে জুতা ও জার্সি নিম্নমানের হওয়ায় আজ দিতে নিষেধ করেন টাইগার অলরাউন্ডার। পরে নাঈমকে ডেকে জানান, আগামীকাল সকাল ১১টায় নিজেই তাকে ২ জোড়া জুতা, ২ পিস জার্সি ও ২ পিস ট্রাউজার কিনে দেবেন।