নিজস্ব প্রতিনিধি : ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আজ সোমবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল খায়ের বলেন- মন্ত্রণালয়ের সভায় ২৪ রোজা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাশ চালু রাখার আগের সিদ্ধান্ত বদলে ২০ এপ্রিল ১৮ রোজা পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত হয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়লে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।
তবে সীমিত এই শ্রেণি কাযক্রম গত ২১ জানুয়ারি আবার বন্ধ হয়ে যায়। করোনা সংক্রমণ কমে আসায় পরে ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়।