1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা'য় শনাক্ত ২১০১, মৃত্যু ২ - DeshBideshNews
November 24, 2024, 2:28 pm
 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা’য় শনাক্ত ২১০১, মৃত্যু ২

  • Update Time : Monday, June 27, 2022
  • 312 Time View

দেশ বিদেশ রিপোর্ট : বাংলাদেশে ফের করোনা’র প্রকোপ ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২ হাজার ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জনে।

আজ ২৭ জুন সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা’য় দুইজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া দুই জনই ঢাকার বাসিন্দা। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশে করোনা’র প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২০ এপ্রিল করোনায় মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। এখন আবার করোনা’য় মৃত্যু বেশি না হলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে…।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ