1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বাংলাদেশের কোনো হিন্দু ভারতে যায়নি: আসামের মুখ্যমন্ত্রী - DeshBideshNews
November 24, 2024, 7:37 am
 

বাংলাদেশের কোনো হিন্দু ভারতে যায়নি: আসামের মুখ্যমন্ত্রী

  • Update Time : Sunday, August 25, 2024
  • 56 Time View
বাংলাদেশের কোনো হিন্দু ভারতে যায়নি: আসামের মুখ্যমন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের করে বা চেষ্টাও করেননি । হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

হিমন্ত বিশ্বশর্মাকে উদ্ধৃত করে পিটিআইয়ের খবর বলেন, ‘হিন্দুরা বাংলাদেশে আছেন এবং (টিকে থাকতে) তাঁরা লড়ে যাচ্ছেন। গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশে চেষ্টা করছেন বলে ধরা পড়েনি।’তবে প্রতিবেশী দেশটি থেকে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি ভারতের পোশাক খাতে চাকরি খুঁজতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন ।

তিনি বলেছেন, ‘গত এক মাসে ভারতে অনুপ্রবেশের সময় ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁরা আসামে থাকার জন্য আসেননি। তাঁরা বেঙ্গালুরু ও তালিমনাড়ু, কোয়েম্বাটুরে পোশাক কারখানার কাজ করতে যেতে চেয়েছিলেন।’

হিমন্ত বিশ্বশর্মা আরও বরেছেন, ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের ওপর চাপপ্রয়োগের জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ