1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বন্ধ করে দেওয়া হলো গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম - DeshBideshNews
November 25, 2024, 10:49 pm
 

বন্ধ করে দেওয়া হলো গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম

  • Update Time : Saturday, September 14, 2024
  • 40 Time View
বন্ধ করে দেওয়া হলো গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: আত্মপ্রকাশের এক বছরের মধ্যেই বন্ধ করা হলো ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক ছাত্র শক্তি’র সব কার্যক্রম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেইসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়।

শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি, পরিসর ও সংস্কৃতি নির্মাণ, শিক্ষার্থী কল্যাণ, ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণকে ও রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে গত বছরের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন এই সংগঠনের সদস্য সচিব আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকেই ছিলেন ছাত্র শক্তির সদস্য।

এর আগেই ছাত্রশক্তির কার্যক্রম বন্ধের আভাস পাওয়া যায়। কেন্দ্রীয় সমন্বয়করা নিজেরাই একটি আলাদা দল গঠনের বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী কাঠামো ঠিক করার কাজও করছেন তারা। এ ছাড়া গত ৮ সেপ্টেম্বর ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে জাতীয় রাজনীতিতে মনোযোগ দিতেই ছাত্র শক্তি বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছেন নেতারা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ