1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পার্লামেন্ট থেকে পদত্যাগ জনসনের - DeshBideshNews
November 27, 2024, 11:54 am
 

পার্লামেন্ট থেকে পদত্যাগ জনসনের

  • Update Time : Saturday, June 10, 2023
  • 84 Time View
পার্লামেন্ট থেকে পদত্যাগ জনসনের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি বরিস জনসন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

জনসন কোভিড-১৯ মহামারির সময় ডাউনিং স্ট্রিটে লকডাউনের নিয়ম ভেঙে জন্মদিন উদযাপন করেছিলেন জনসন। ওই পার্টি সম্পর্কে হাউস অফ কমন্সকে মিথ্যা তথ্য দিয়ে জনসন বিভ্রান্ত করেছিলেন কিনা তা খতিয়ে দেখতে পার্লামেন্টারি কমিটি কমিটি করা হয়েছে। জনসন ওই কমিটির তদন্তের আওতায় ছিলেন।

জনসন কমিটির কাছ থেকে একটি গোপনীয় চিঠি পাওয়ার পর, তিনি আইন প্রণেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তারা ‘ক্যাঙ্গারু কোর্ট’ এর মতো কাজ করছেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে বদ্ধপরিকর। খসড়া প্রতিবেদনকে জনসন ‘ত্রুটিপূর্ণ ও উল্টোপাল্টা কথায় সাজানো’ বলেও অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার বিবৃতিতে জনসন বলেছেন, পার্টিগেট কেলেঙ্কারিকে কেন্দ্র করে ‘পার্লামেন্ট ছাড়তে বাধ্য করা হয়েছে’ তাকে। তবে প্রিভিলেজেস কমিটি বলছে, তারা কেবল ‘পদ্ধতি ও নির্দেশনাই অনুসরণ’ করেছে। সোমবারই তদন্তের সমাপ্তি টানা হবে, এরপর যত দ্রত সম্ভব প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও কমিটি জানিয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ