1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘তুফান’ - DeshBideshNews
November 24, 2024, 1:36 am
 

পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘তুফান’

  • Update Time : Saturday, October 26, 2024
  • 20 Time View
পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘তুফান’

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: দেশে মুক্তির পর দেশের বাইরেও ঝড় তুলে গেল ঈদের সিনেমা ‘তুফান’। ইতিমধ্যে ছবিটি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় আলোচিত এই ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে!

আগামী ১ নভেম্বর পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা তুফান। সিনেমাটির প্রযোজনা সংস্থা জানায়, পাকিস্তান ফিল্ম সেন্সরবোর্ড থেকে এরমধ্যে ছাড়পত্র পেয়েছে ছবিটি। পুরো ছবি ডাবিং করা হয়েছে উর্দুতে। প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো টালিখাতা থেকে জানা গেছে, ‘তুফান’ পাকিস্তানের প্রায় সবগুলো উল্লেখযোগ্য শহরে মুক্তি পাচ্ছে। এরমধ্যে রয়েছে করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ বিভিন্ন শহরে।

এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

রায়হান রাফী পরিচালিত ও আলফা আই প্রযোজিত এই সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ