দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অধিকার সবার সমান, এ দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সবাইকে এক হয়ে থাকতে হবে। বাংলাদেশের সবাই এক পরিবার।
পার্থক্য করা বা বিভেদ করার সুযোগ নেই। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধর্য্য ধরেন, সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কী পারলাম আর কী পারলাম না।