দেশ-বিদেশ নিউজ ডেস্ক: দেশের যুব সমাজকে মাছ চাষে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের জাতীয় উন্নয়নে আমাদের মৎস্য খাতের অবদান অনেক। সেদিকে লক্ষ্য রেখে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের নদী, নালা, খাল-বিল অনেক বেশি।
আমাদের মাটি ও পানি অত্যন্ত উপযুক্ত। আমি যুব সমাজকে বলব, তারা মাছ চাষে নজর দিতে পারে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড সীফুড শো অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধান বলেন, আমাদের প্রায় ২ কোটি মানুষ মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত।
জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৮১ শতাংশ। এ ছাড়া কৃষিজ জিডিপিতে ২২.২৬ শতাংশ। শেখ হাসিনা বলেন, আমরা বিশাল সমুদ্রসীমা পেলাম। সেখান থেকে মৎস্য আহরণ করছি।
কিন্তু গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি। কেননা আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও মৎস্য আহরণের আনতে পারিনি। দু-চারজন যারা আসে, তারাও অর্থ বিনিয়োগ করতে চায় না। এ জন্য আমাদের দরকার বিদেশি বিনিয়োগ। এটা হলো বাস্তবতা।