1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
দীপু মনির গ্রেপ্তারের খবরে চাঁদপুরে মিষ্টি বিতরণ - DeshBideshNews
November 26, 2024, 2:44 pm
 

দীপু মনির গ্রেপ্তারের খবরে চাঁদপুরে মিষ্টি বিতরণ

  • Update Time : Tuesday, August 20, 2024
  • 39 Time View
দীপু মনির গ্রেপ্তারের খবরে চাঁদপুরে মিষ্টি বিতরণ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার গ্রেপ্তারের খবর শুনে তার নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ এর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন বিরোধীদলীয় নেতাকর্মীরা।

দীপু মনির গ্রেপ্তারের খবর মুহূর্তেই চাউর হওয়ায় চাঁদপুরে বিরোধীদলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রাতেই নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা জানান, গত ১৬ বছর দীপু মনির প্রত্যক্ষ মদদে শত শত মামলা হামলাসহ নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তারা। এছাড়া সর্বশেষ গত ১৮ জুলাই ও ৪ আগস্ট দু দফায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মদদ দেন তিনি।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, বিএনপি সব সময় ন্যায় বিচারের পক্ষে। কিন্তু গত ১৬ বছর শত শত মামলা হামলা নির্যাতন করে আমাদের মজলুম হিসেবে দমিয়ে রেখেছে। তাই বর্তমান সরকারের কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। সাবেক মন্ত্রী দীপু মনিসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন এমনটাই প্রত্যাশা চাঁদপুর জেলা বিএনপির।

দীপু মনি আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগেরবার শিক্ষামন্ত্রী এবং তার আগের মেয়াদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে আসামি করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে অসংখ্য লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ডিবির কর্মকর্তা সাংবাদিকদের জানান, বারিধারা ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ