দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তুরস্কে একটি রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় স্থানীয় সময় শনিবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি ভবন ধসে পড়ে এবং ভেতরে থাকা পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
গভর্নর ভাসিপ সাহিন সাংবাদিকদের জানান, রাজধানী আংকারার উপকণ্ঠে রাষ্ট্রীয় মালিকানাধীন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনের কম্পাউন্ডে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বিস্ফোরণটি ঘটে। সাহিন বলেন, ডিনামাইট উৎপাদনের সময় রাসায়নিক বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রসিকিউটররা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
বেসরকারি এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে, অ্যাম্বুল্যান্স এবং ফায়ার ট্রাক ওই এলাকায় ছুটে গেছে। এ সময় কম্পাউন্ড থেকে ধূসর ধোঁয়া উঠছিল। বিস্ফোরণে আশপাশের এলাকার দোকান ও ঘরের জানালা ভেঙে চুরমার হয়ে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের পর কারখানায় কর্মরতদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের খবর নিতে কম্পাউন্ডে ছুটে আসেন।