1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই - DeshBideshNews
November 26, 2024, 12:49 pm
 

তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই

  • Update Time : Thursday, August 22, 2024
  • 36 Time View
তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, ২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আজ এ বিষয়ে করা রুল খারিজ করে রায় দেন আদালত। আমার মনে হয় আমরা ন্যায়বিচার পেয়েছি।

২০১৫ সালের জানুয়ারিতে এক রিট আবেদনের প্রেক্ষিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি রুল জারি করা হয়। ওই রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত। পরবর্তীতে ওই রুল শুনানির জন্য হাইকোর্টে আবেদন করা হলে তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিস সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে আবারও আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একপর্যায়ে সেই নির্দেশনা অনুযায়ী তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিস জারির নির্দেশ দেন আদালত। এরপরই নোটিস জারি করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ