1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১২২১ - DeshBideshNews
November 27, 2024, 10:15 pm
 

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১২২১

  • Update Time : Sunday, September 29, 2024
  • 45 Time View
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১২২১
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১২২১

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, যা এ বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৮ জনে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২১ ডেঙ্গু রোগী।

রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ২২১ জন। সারা দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮ জন এবং উত্তর সিটিতে ২০৬ জন।

প্রতিবেদনে আরো জানানো হয়, নিহতদের মধ্যে ৫ জনই ঢাকার দক্ষিণ সিটির, বাকি তিন জনের মধ্যে ১ জন ঢাকা উত্তরের এবং অন্য দুই জন বরিশাল ও খুলনা বিভাগের। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৯০ জন।

মোট ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন। দেশে প্রথম ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ