1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জঙ্গি ভয়ে আত্মগোপনে আছি: মনিরুল ইসলাম - DeshBideshNews
November 25, 2024, 7:26 pm
 

জঙ্গি ভয়ে আত্মগোপনে আছি: মনিরুল ইসলাম

  • Update Time : Tuesday, September 17, 2024
  • 38 Time View
জঙ্গি ভয়ে আত্মগোপনে আছি: মনিরুল ইসলাম
জঙ্গি ভয়ে আত্মগোপনে আছি: মনিরুল ইসলাম

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। এদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়েছে। তবে এখনো খোঁজ মেলেনি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশীদ, মনিরুল ইসলামদের। এদের মধ্যে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম দেশেই আছেন।

জঙ্গি ভয়ে তিনি আত্মগোপনে আছেন বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
টেলিফোনে ওই সাক্ষাৎকারে জুলাই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব।

গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ছাত্র আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ৪ আগস্ট ২৫ কোটি টাকা এসবি অফিসে এনে তা আত্মসাৎ করা হয়। তবে বিষয়টি অস্বীকার করেছেন মনিরুল ইসলাম। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা দাবি করেন, ‘এসবি থেকে সরকারকে একাধিকবার রিপোর্ট দেওয়া হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না।

গত সরকারের আমলে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব ছিলেন মনিরুল ইসলাম। সরকার পতনের পর জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি করা হয়েছে তাকে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ