1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কোনো সংবাদপত্রের ওপর হামলা সহ্য করা হবে না: প্রেস সচিব - DeshBideshNews
November 24, 2024, 12:37 pm
 

কোনো সংবাদপত্রের ওপর হামলা সহ্য করা হবে না: প্রেস সচিব

  • Update Time : Thursday, November 7, 2024
  • 6 Time View
কোনো সংবাদপত্রের ওপর হামলা সহ্য করা হবে না: প্রেস সচিব

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: কোনো সংবাদপত্রের ওপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার আসার পর কোনো মিডিয়া বা নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমাদের তরফ থেকে, গোয়েন্দা সংস্থা থেকে একটা ফোন করা হয়নি কোনো সংবাদের বিষয়ে যে এই সংবাদটা নামান বা এই সংবাদটা ওঠান। একে টকশোতে নিতে পারবেন না বা একে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না।

গত ১৫ বছরে এরকম চর্চা ছিল। কিন্তু আমাদের তরফ থেকে একটা কিছু বলা হয়নি। আমরা যদি মনে করেছি যে কোনো নিউজ ভুল হয়েছে, আমরা নম্রভাবে বলেছি যে এই নিউজটা ভুল, আপনারা একটু দেখেন। আমরা বিনয়ের সঙ্গে বলেছি, বলেন তিনি।

তিনি আরও বলেন, অনেক সাংবাদিক জেনেশুনে গুজব ছড়িয়েছেন। আমরা সেগুলো ধরছিই না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। গত তিন মাসে কাউকে বলিনি যে এই রিপোর্ট যাবে না কিংবা এটা কেন গেল, বলিনি। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে তথ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ