দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে। ছবি : রয়টার্স/রাহেব হোমাভান্দি/তিমা। ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কোনো বিবরণ দেননি আইনজীবী।
এদিকে আধাসরকারি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, তেহরানের পাবলিক প্রসিকিউটর গত বছর হাশেমিকে রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে অভিযুক্ত করেছিলেন। এর আগে সেপ্টেম্বরে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর কারণে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভকে উসকে দেওয়ার জন্য ফায়েজেহকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের এই বিক্ষোভকে দেশটির কর্তৃপক্ষ দাঙ্গা বলে অভিহিত করেছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের শাসকদের বিরুদ্ধে এই বিক্ষোভ সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে। প্রতিরক্ষা আইনজীবী নেদা শামস তার টুইটারে লিখেছেন, ‘ফায়েজেহ হাশেমিকে গ্রেপ্তারের পর তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু এই শাস্তি চূড়ান্ত নয়।’
২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার’ জন্য ২০১২ সালে ফায়েজেহকে কারাদণ্ড এবং রাজনৈতিক কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ সালে ফায়েজেহর বাবা সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি মারা যান। তার অর্থনৈতিক উদারীকরণের বাস্তববাদী নীতি এবং পশ্চিমাদের সঙ্গে আরো ভালো সম্পর্ক তার উগ্র সমর্থক এবং উগ্র সমালোচকদের আকর্ষণ করেছিল। তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাদের একজন।