দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক সফর সীমিত রেখেছেন পুতিন। ইউক্রেনীয় শিশুদের নির্বাসনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এদিন জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল (বুধবার) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, ইসরায়েল ও হামাসের দ্বন্দ্ব, আন্তর্জাতিক রাজনীতি এবং তেলের বাজার নিয়ে আলোচনা করবেন তিনি। এ ছাড়া জাতিসংঘের কপ২৮ জলবায়ু সম্মেলনের এবারের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। তবে সম্মেলনসংক্রান্ত কোনো অনুষ্ঠানে পুতিন যোগ দেবেন কি না, তা নিশ্চিত করেনি ক্রেমলিন।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আগ্রাসন শুরুর পর থেকে পুতিন বেশ কয়েকটি বড় সম্মেলনে অংশ নেননি। গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে যোগ দেননি তিনি। এ ছাড়া গত সেপ্টেম্বরে বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি২০-এর সম্মেলনে সশরীরে অংশ নেননি। গত মার্চে পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আইসিসির চুক্তিতে স্বাক্ষর করা দেশে সফরে গেলে পুতিনকে গ্রেপ্তারের বাধ্যবাধকতা রয়েছে সেসব দেশের। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ওই চুক্তিতে স্বাক্ষর করেনি। তবে পুতিন অক্টোবরে চীন সফর করেন, যা এই বছর সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে তার প্রথম সফর। বেশ কিছুদিন আগে আইসিসি পরোয়ানা জারি করার পর তিনি তার প্রথম বিদেশ সফরে সাবেক সোভিয়েত কিরগিজস্তানে যান।
এদিকে এ সপ্তাহে পুতিনের সফরের পর তিনি বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়া ইরানের সঙ্গে তার অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হয়েছে।