দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ চাচ্ছে তালেবান। একইসঙ্গে তালেবান প্রশাসন স্বয়ংসম্পূর্ণতাকে উৎসাহিত করছে বলে জানিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নারীদের উপর নিষেধাজ্ঞার কারণে কিছু মানবিক কার্যক্রম আফগানিস্তানে স্থগিত করেছে বিদেশিরা।
নুরউদ্দিন বলেন, এই পরিস্থিতিতে ‘আমরা একটি জাতীয় স্বয়ংসম্পূর্ণতা কর্মসূচি শুরু করব, আমরা প্রশাসনকে দেশীয় পণ্য ব্যবহারে উত্সাহিত করব, আমরা আমাদের দেশীয় পণ্যগুলোর প্রতি সমর্থননের জন্য মসজিদের মাধ্যমে লোকেদের উত্সাহিত করার চেষ্টা করব। আমরা যে কোনো আইটেমকে সমর্থন করব যা আমাদের স্বয়ংসম্পূর্ণতার জন্য সাহায্য করতে পারে।
তিনি জানান, তাদের কৌশলের আরেকটি অংশ হচ্ছে বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ বাড়ানো। তালেবান প্রশাসনের এই মন্ত্রী বলেন, ‘যারা বিদেশ থেকে আফগানিস্তানে বিভিন্ন পণ্য আমদানি করছিলেন, তারা আমাদেরকে আফগানিস্তানে বিনিয়োগের সুযোগ দিতে বলছে এবং তারা বিদেশ থেকে আমদানি না করে এখানে বিনিয়োগ করতে চায়।’ এই মুহূর্তে ইরান, রাশিয়া ও চীন আফগানিস্তানে বিনিয়োগ ও বাণিজ্যের আগ্রহ প্রকাশ করেছে। চীনা ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক ও থার্মাল পাওয়ার প্লান্টের মতো কিছু প্রকল্প নিয়ে আলোচনা চলছে।