1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
অলিম্পিকের বাছাইয়ে বাদ বাংলাদেশের রবিউল - DeshBideshNews
November 24, 2024, 9:41 am
 

অলিম্পিকের বাছাইয়ে বাদ বাংলাদেশের রবিউল

  • Update Time : Sunday, July 28, 2024
  • 91 Time View
অলিম্পিকের বাছাইয়ে বাদ বাংলাদেশের রবিউল

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকে বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম। ২০২৪ প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনের খেলায় আজ শুটিংয়ের এই ইভেন্টে ৪৯ জন প্রতিযোগির মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল। স্কোর করেছেন ৬২৪.২।

তাতে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে। প্যারিসে ব্যক্তিগত সেরা স্কোরও ছুঁতে পারেননি বাংলাদেশের এই শুটার। এ বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর স্কোর ছিল ৬২৮। আজ যদিও শুরুটা করেছিলেন আশাজাগানিয়া কিন্তু এরপর আর পেরে ওঠেননি।

শুরুতে ১০৫.৫ স্কোর করেছিলেন। এরপর যথাক্রমে করেছেন ১০৩.২, ১০৩.৫, ১০৩.৪, ১০৪.৭ ও ১০৩.৯। এই ইভেন্টে ৬৩১.৭ স্কোর করে প্রথম হয়েছেন চীনের সেইং লি হাও। অষ্টম হওয়া ক্রোয়েশিয়ার গোর্সা পিটারের স্কোর ৬২৯.৬।

প্যারিসে প্রথম পদকের দেখা পেয়েছে ভারত। ১০ মিটার নারী এয়ার পিস্তলে ২২১.৭ স্কোরে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু। অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। রুপা জিতেছেন একই দেশের কিম ইয়েজির। দক্ষিণ কোরিয়ার এটি দ্বিতীয় সোনা। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন চীনের শিয়ে ইউ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ