1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
অমিত শাহ’র বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ - DeshBideshNews
November 25, 2024, 3:12 pm
 

অমিত শাহ’র বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ

  • Update Time : Monday, September 23, 2024
  • 25 Time View
অমিত শাহ’র বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার’ হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় তিনি এই মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অত্যন্ত মন্দ’ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

এতে বলা হয়, সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরের সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে যে অশোভন মন্তব্য করেছেন এর বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব‌্য নিয়ে বিজ্ঞপ্তিতে অস‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই স‌ঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ‌্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হ‌য়ে‌ছে।

আজ সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদলিপির মাধ্যমে মন্ত্রণালয় এ প্রতিবাদ জানায়।

গত শুক্রবার (২১ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে বিজেপির নির্বাচনী এক সমাবেশে দেওয়া বক্তৃতায় অমিত শাহ বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। এসময় তিনি ঝাড়খন্ডে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই জমি আদিবাসীদের। কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে ২৮ শতাংশ হয়েছে। অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস এবং আরজেডির ‘ভোট ব্যাংক’ হওয়ায় এখানকার সরকার নিজের মানুষদের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে কাজ করছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ