জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি হলে ৫৩ ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কাছের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়- গত চার দিনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ৫৩ ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গতকাল বুধবার বেলা দুইটা পর্যন্ত ১৫ জন, মঙ্গলবার ১৪, সোমবার ১২ ও রোববার ১২ ছাত্রী একই কারণে চিকিৎসা নিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ- অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর খাবারে কারণে তাঁদের অনেকের ডায়রিয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আবাসিক হলের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন- হলের ১ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য মাত্র একটি নিরাপদ পানির ফিল্টার বসানো হয়েছে। তাই বাধ্য হয়েই অধিকাংশ শিক্ষার্থীকে সরাসরি ওয়াসার সরবরাহ করা পানি পান করতে হচ্ছে। এ ছাড়া হলের ক্যানটিনে অস্বাস্থ্যকর খাবার সরবরাহ করায় ডায়রিয়া বাড়ছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি আক্তার বলেন- ওয়াসার সরবরাহকৃত পানিতে প্রচুর আয়রন পাওয়া যায়। এই পানি দিয়ে হলের ডাইনিংয়ে রান্না করা হয়। এ কারণে রান্না করা খাবার লাল রঙের হয়ে থাকে। শুরুর দিকে হলের মেয়েরাও এই পানি পান করতেন। এ কারণে ডায়রিয়ার মতো রোগ বাড়ছে। পুরো ১৬ তলা ভবনে মাত্র নিচতলার ডাইনিংয়ে একটিমাত্র ফিল্টার আছে। সেখান থেকে সবাইকে সারিবদ্ধ হয়ে পানি সংগ্রহ করতে হয়।
ছাত্রীদের দাবী- প্রতিটি তলায় পানির ফিল্টার বসানো হোক। ভালো খাবার সরবরাহ করা হোক…।