দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ২০২৩ সালের শীর্ষ ১০ সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকা ঘোষণা করেছে ‘আইএমডিবি।’ আইএমডিবি হল বিশ্বব্যাপী বিনোদন অঙ্গনের তথ্য সম্পর্কিত অনলাইন ডাটাবেস। তাদের প্রকাশিত তালিকাটি নির্ধারিত হয়েছে বিশ্বব্যাপী আইএমডিবিতে মাসে ২০০ মিলিয়নেরও বেশি দর্শকদের আইএমডিবির পেজ দেখার উপর ভিত্তি করে। শাহরুখ খান ২০২৩ সালের আইএমডিবির এক নম্বর জনপ্রিয় ভারতীয় তারকা।
চলতি বছর দুটি ব্লকবাস্টার (পাঠান এবং জওয়ান) দিয়েছেন তিনি, যা এই বছর অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বক্স অফিসের শীর্ষ আয় করেছে। চলতি বছর নতুন করে বিশ্বব্যাপী ভক্তদের জন্য উন্মাদনা ও আগ্রহ তৈরি করেছেন বলিউড বাদশা। বুধবার (২২ নভেম্বর) বছরের জনপ্রিয় ১০ জন ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে এটি। আর তালিকার শীর্ষে প্রত্যাশিতভাবেই শাহরুখ খান রয়েছেন এক নম্বরে।
শাহরুখের পরই এ বছর জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ এবং হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’। তিনি এই বছরের শুরু থেকেই ‘আরআরআর’ সিনেমার আন্তর্জাতিক পুরস্কার জয়ের পর থেকে আলোচনায় ছিলেন অভিনেত্রী।
এ বছর পাঠান ও জওয়ানে কাজ করেছেন দীপিকা। দীপিকার পড়ে চমক হিসেবে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। চলতি বছর জওয়ান ও টাইগার ৩-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও খুফিয়াতে দুর্দান্ত অভিনয়ের জন্যও আলোচনায় ছিলেন ওয়ামিকা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণের নয়নতারা।
জওয়ান দিয়ে বছর জুড়েই তুমুল আলোচনায় ছিলেন অভিনেত্রী। দক্ষিণ থেকে বলিউডে অভিষেক করে জনপ্রিয়তায় নতুন জোয়ার পেয়েছেন তিনি। তারপরেই ষষ্ঠ স্থানে রয়েছেন দক্ষিণের আরেক অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘লাস্ট স্টোরিজ ২’ ছাড়াও জেলার সিনেমায় আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তিনি।
আইএমডিবি তালিকার সপ্তম স্থানে রয়েছেন কারিনা কাপুর খান। দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী।
জানে জান-এ দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। তালিকার অষ্টম স্থানে রয়েছেন শোভিতা ধুলিপালা। দ্য নাইট ম্যানেজারে দেখা গেছে অভিনেত্রীকে। নবম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। এ বছর ‘ও মাই গড ২’ ও ‘মিশন রানিগঞ্জ’ সিনেমায় দেখা গেছে অভিনেতাকে। তালিকায় জনপ্রিয় ভারতীয় তারকাদের মধ্যে দশম স্থানে রয়েছে বিজয় সেতুপাতি। জওয়ানে খল ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা।