বিনোদন ডেস্ক : ভারতের কর্ণাটকে হিজাব পরার কারণে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। এ নিয়মের বিরুদ্ধে এখন একে একে সবাই মুখ খুলছেন। কেউ হিজাব পরুক কিংবা না পরুক সেটা তার একান্ত বিষয়। কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে ধর্মীয় গোঁড়ামি। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন কলকাতার অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।
অভিনেত্রী ঊষসী চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন- আমি নিজেই কোনো গোঁড়ামিতে বিশ্বাস করি না। হিজাব যিনি পরতে চান, তিনি পরবেন। আর যিনি পরতে চান না, তিনি পরবেন না। এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। আমি নিজেই হিজাব পরি কারণ মাঝে মাঝে আমার ঘরের বাইরে যেতে হয়, তাতে হিজাব ব্যবহার করে ভক্তদের চোখের আড়াল হতে পারি। এটা কি তবে অন্যায় হয়ে যাবে। আমার ধর্মে তো কোনো হিজাব নেই।
তিনি আরও বলেন- ভারতের কর্ণাটকে হিজাব পরার কারণে ক্লাসে নিষিদ্ধ হওয়া ছাত্রীদের পক্ষে আমি। তারা তাদের মতো করে চলবে, যা ইচ্ছা তাই করবে। কারণ, তারাও আমার মতো ভারতীয় নাগরিক।