1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
১৮ মার্চ সব মহানগরে বিএনপির বিক্ষোভ - DeshBideshNews
November 29, 2024, 10:53 pm
 

১৮ মার্চ সব মহানগরে বিএনপির বিক্ষোভ

  • Update Time : Saturday, March 11, 2023
  • 78 Time View
১৮ মার্চ সব মহানগরে বিএনপির বিক্ষোভ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আগামী ১৮ মার্চ শনিবার দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার (১১ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ মার্চ শনিবার দেশব্যাপী সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে।

তিনি আরো বলেন, পরিষ্কার জানিয়ে দিতে চাই। বিএনপি এ সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে, এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আমরা ১০ দফা দাবি দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি-সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

‌‌‘মন্ত্রীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে’-এর জবাবে মির্জা ফখরুল বলেন, আপনারা জামায়াত-জাতীয় পার্টিকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। ১৭৩ দিন হরতাল করেছিলেন। গানপাউডার দিয়ে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিলেন। অগ্নিসন্ত্রাস করেছেন। লগি-বইঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আপনারা উসকানি দেওয়ার চেষ্টা করছেন। জনগণ আন্দোলন শুরু করেছে। এ আন্দোলনে তারা জয়ী হবে।

এ সময় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। মানববন্ধনটি পরিচালনা করেন মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু। দুপুর ১২টায় মানববন্ধন শেষ করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ