দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ১৫ নভেম্বর থেকে সরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। আজ সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস টাইম হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের বৈঠকে ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি মোট ২২ দিন। এরমধ্যে আট দিন পড়ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ১৪ দিন সাধারণ ছুটি। নির্বাহী আদেশের ছুটি পড়ছে আট দিন।