আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে যাঁরা সৌদি আরবে যেতে চান, তাঁদের জন্য দেশটিতে প্রবেশে বিদ্যমান নির্দেশনা হালনাগাদ করেছে সৌদি আরব। এ জন্য ভ্রমণকারীদের অবশ্যই করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। খবর সৌদি গেজেট একই সঙ্গে নতুন নির্দেশনা ও সৌদি আরবে ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
সৌদি আরবের হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে- পবিত্র ওমরাহ পালন বা ভ্রমণের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে রওনা দেওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা’র পিসিআর কিংবা অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। নেগেটিভ সনদ থাকলে তবেই সৌদি আরবে প্রবেশ করা যাবে।
হালনাগাদ এ নির্দেশনা কাল বুধবার রাত একটা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জের ধরে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্দেশনা হালনাগাদ করেছে দেশটির সরকার।
এ ছাড়া করোনা’র অতিসংক্রামক ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি সরকার সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ আরোপ করেছে।