দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষা থাকায় আগামী ২০ নভেম্বরের গণসমাবেশ একদিন এগিয়ে ১৯ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার (৬ নভেম্বর) সিলেট নগরীর আলিয়া মাদরাসা সংলগ্ন একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এতথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ নভেম্বর সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় অবস্থিত সরকারি আলিয়া মাদরাসার মাঠে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। তবে ওই দিনই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলিয়া মাদরাসা কেন্দ্রে আলিম শ্রেণির হাদিস ও উসূলুল হাদিস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীর ২৯টি পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকা ‘অস্থায়ী সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করা হয়েছে। এসময় পরীক্ষা কেন্দ্রের আশপাশে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, যেসব কেন্দ্রে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে, এগুলো সংরক্ষিত এলাকা ঘোষণা দিয়ে নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখন বিএনপির গণসমাবেশ যেখানে হবে, সেটা যদি ২০০ গজের ভেতরে পড়ে, তাহলে বিএনপি নেতারাই তাদের করণীয় ঠিক করবেন।