সিলেট প্রতিনিধি : সিলেটে কয়েকদিন ধরে প্রবল বর্ষণে বিপর্যয় হয়ে পড়েছে জনজীবন। সুরমাসহ নদ নদীর পানি বেড়েই চলছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ ১৩ জুন সোমবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত সিলেটে দেশের সর্বোচ্চ ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান- সিলেটে আরও বৃষ্টিপাত হবে। এমনকি টানা ভারী বর্ষণ হতে পারে সপ্তাহখানেক।
প্রকৌশলী সত্যেন্দ্র চন্দ্র বৈদ্য জানান- সোমবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট শহরে ১১৫ মিলিমিটার এবং ছাতকে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ভারী বর্ষণের ফলে সিলেট জেলায় নিমাঞ্চঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলের মাঠ। অনেক এলাকায় নতুন লাগানো আউশ ধান তলিয়ে গেছে। কর্মহীন বেকার হয়ে পড়েছে অনেক নিম্ন আয়ের মানুষ। এছাড়াও কুশিয়ারা নদীর পানিও দ্রুত বাড়ছে।